অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

জীবন একটা যুদ্ধ-খেলা

 

 

কবিতায় এ কে আজাদ
================



জ্বলছে আগুন বুকের মাঝে

জ্বলুক শত জ্বলাতে

কঠিন হৃদয় গলাতে,

শক্ত মাঠে চাষ করে ফের

নতুন ফসল ফলাতে।



অগ্নি-জ্বলা মশাল হাতে

সামনে গতির চলা চাই

সত্য সুন্দর বলা চাই

ন্যায়ের পথে দৃঢ়চেতা

উচ্চকণ্ঠ গলা চাই।



বাঁচার মত বাঁচতে হলে

নিজের হাতে শক্তি চাই

আপন কাজে ভক্তি চাই

বন্ধু স্বজন সবার মাঝে

যোগ্য সাথী যোক্তৃ চাই।



বুকের মাঝে টগবগে ঐ

স্বপ্নভরা কড়াই চাই

বীর সাহসী বড়াই চাই

জীবন একটা যুদ্ধ-খেলা

বাঁচার জন্য লড়াই চাই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন