অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

বাঙলা ভাষার বসন্ত


 

 

কবিতায় রীনা তালুকদার
==================




আসবুজ প্রাকৃতিক বৃক্ষের নানান সুঘ্রাণে

মুকুলিত ফলদ বৃক্ষরাজি

শাখায় পাতায় হলুদিয়া পাখির আসঙ্গ ডেটিং

পত্রহীন শিমুলের ডাল জুড়ে বাকল ফোড় ফোড়

ফুঁড়ে ফুঁড়ে শিশু ফুলের সমাহার

কাঠালের মুচিতে চালতার ঋদ্ধ মাখামাখি

আ...হা ...

কৃষ্ণচূড়ার বেদম ফাটাফাটি রঙে

কিশোরী কৃষ্ণচূড়ার সারা অঙ্গে

হাসছে অ -আ -ক -খ -ব -ঙ -ল

বাংলা ভাষার বাসন্তিক বাতাস

বৈরাগ্য বাউলের একতারায় ধরেছে তান

মধুর সেই তানে বেজে ওঠে ...

‘‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি ...। ”



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন