প্রিয়াঙ্কা একটা মেয়ের নাম
====================
সবিতা বিশ্বাস
====================
প্রিয়াঙ্কা একটা মেয়ের নাম
যে মেয়েটা আমার,আপনার,আপনাদের আত্মজা
যে মেয়েটা ডাক্তার,গবেষক, ছাত্রী,সন্ন্যাসিনী
বা মূক বধির রাস্তার ভিখারি
যে মেয়েটা খুব সাধারণ একটা মেয়ে
তার বয়স এক, দুই থেকে আশি পঁচাশি ও হতে পারে
হতে পারে অনেক কিছু
কিন্তু সে দুপেয়ে না মানুষ, না পুরুষের চোখে ওসব কিছুই নয় ।
শুধুই পণ্য । ভোগ্য পণ্য ।
তাকে দেখলে কিছু দুপেয়ে না মানুষের সর্বাঙ্গ দিয়ে লালা ঝরে
শরীরের সব অস্ত্র নিয়ে নারীদেহকে চর্ব্য, চোষ্য, লেহ্য, পেয়
ভেবে ঝাঁপিয়ে পড়ে ।
তারপর উদ্গার তুলতে তুলতে প্রমাণ লোপাটের জন্য জিভ কেটে নিয়ে,
উচ্ছিষ্টের গায়ে পেট্রল ঢালে,
জঙ্গলে ছুঁড়ে ফেলে
সব কাজ সারা হলে মাটনকারি দিয়ে উদরপূর্তি করে
বিচারের নামে প্রহসন চলতে থাকে
আমরা মোমবাতি মিছিলে পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়ি
না, আর নয়
এই পুনরাবৃত্তি আর নয় ।
এবার চাই প্রতিশোধ ।
যা দেখে শিউরে উঠবে মানুষ নামের দুপেয়ে না মানুষেরা
শিউরে উঠবে চোখ বাঁধা আইনের দন্ডদাতা
আতঙ্কে কুঞ্চিত হবে শাসকের নির্লিপ্ত মুখ
শেষ হবে কলংকিত দিবারাত্রির কাব্য
নির্ভয়ে পথ চলবে আগামীর প্রিয়াঙ্কা
জাগবে নতুন প্রভাত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন