অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

কবিতায় বিকাশ

 



বৈতরণী
=============
বিকাশ চন্দ
=============


বহু চেনা পথে

আরো চেনা পাথর ফলক

ফালা ফালা ইমারত প্রত্ন প্রস্তর

লাল মাটি ধূলো ওড়া অচেনা সড়ক

ধূলো ঢেকে বসে আছে আজো

ফলক পাহারাদার গুনছে নিজের মৌরসী প্রহর

এ আমার গ্রাম জনপদের ছবির এলবাম

এ আমার শহর বস্তির গায়ে কর্পোরেট নাম

##

বুলডোজার জানে ছোঁবে না সে ফলক প্রশস্তি

কেবল খুবলে নেয় চেনা পথ সামনে চলার

অক্ষত পাঁজরে ঝুলে আছে

বদলের হলফনামা অবিকল দলা পাকানো

অক্ষর শব্দ পদ্যের ভেতর হৃদপিণ্ডের ছন্দ

তাও চার ইঞ্চি কেটে অঙ্কুর পুঁতে দেবে

###

খোঁয়াড়ের বরেণ্য শুয়োরের নামে দামে বহুমূল্য নিলাম

দাঁত নখে দাঁড়িয়ে বিস্ফোরক ধ্বংস চিহ্ন আঁকে

নদী জল মাটি পাথর ভূমি গর্ভ তাও বিপন্ন

হায়রে গর্ভাধান সময় জানে না

পণ্য মূল্য ধরে দিলেই সাবাস রে বৈতরণী পার

 

 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন