অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

কবিতায় দীপঙ্কর

 

 

 

অন্যরকম
==================
দীপঙ্কর সরকার
==================



গল্পটা অন্যরকম হতেই পারত ছায়ার আবেশ মেখে

নীরব স্তব্ধতা , বালুচরে রৌদ্র ঝিকিমিকি দিগন্তে ফের

উড়ত হাওয়া । পাখির ডানায় ধূসর মুসাবিদা মাদারি-কা খেল খতম হতেই পারত , 

আকাশ জুড়ে নিঃসীম

শূন্যতা হবার হলেও হল না তা ।



একটি মাত্র চালেই করলে বাজিমাত কী করে

সামলাই

বলো আমার রাজ্যপাট ! ' হাতী ঘোড়া গেল তল/মশা

বলে কত জল ' আমার অবস্থা এখন তথৈবচ । কেন

যে প্রকাশ করতে গেলাম সকল দুর্বলতা , সেই ফাঁকে

চাঁদ এসে কেড়ে নিল আমার স্নিগ্ধতা ।



নিঃস্ব-রিক্ত হয়ে ঘুরি ফিরি কাউকে বোঝাতে পারি না

আমার দৈন্যতা , খাল কেটে কুমির এনেছি যখন

গল্পটা

ঘুরে গেছে , গল্পের কী দোষ বলো , গল্পের গরু তো

গাছেও

ওঠে, আমার জীবনে সত্য হয়েছে তারই যথার্থতা ।

 

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন