অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

কবিতায় অমলেশ

 

 



দাগ রেখে যাই
==================
অমলেশ বর্মণ
==================




খাই ভরাই চলে যে যাই দূর সীমানার পারে,

দাগ রেখে যাই যাওয়ার আগে জগৎ হৃদমাঝারে

কেন কাটাই কিটের জীবন

ধনের ধারায় ধায় যে মন

যস না ভেবে দয়া ত্যাগে পাকাই জীবন ধারে।

দাগ রেখে যাই.........



ব্যস্ত জীবন ভীষণ রকম ব্যস প্রতিজনে,

আপন সুখে বিভোর হয়ে কাটাই প্রতিক্ষনে;

একা একা যায় কি বাঁচা

শেলে বন্দী শরীর খাঁচা

কেন কর রাগ কলহ পুষছ বারে বারে।

দাগ রেখে যাই...........



আজ যা আছে কালকে দেখো পায় অন্য জনে,

মনের পাতায় ভরলে হিসাব শান্তি পাবে মনে;

সৃষ্টি তবে রবে জমা

অবহেলার নেই তো ক্ষমা

ভুল পথেতে সৃষ্টি যত কালের স্রোতে পারে।

দাগ রেখে যাই..........

             

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন