অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

কবিতায় রাহুল ঘোষ 

 

 

 

 

আয়না
==============
রাহুল ঘোষ
==============



আমার শব্দরাশিতে চূড়ান্ত ভিজে গিয়ে প্রকৃতি

আপাত-চুপকথায় গেলে, আয়নায় দেখি জনারণ্যে একাকী

শুয়ে আছে সান্ধ্য প্লাটফর্ম, অজস্র বিকিকিনির হাটে

দুনিয়া মিলিয়ে যাচ্ছে নিকষ অচেনা অন্ধকারে।



নদীর ফিরে পাওয়া শ্বাস ধরে চেনা বাঁকে কবে যাবো আবার,

একথা ভাবতে-ভাবতে দূরের চা-দোকান থেকে ডাক আসে।

এখানে যে-ধোঁয়া ওঠে, ওখানে গেলেও তো সেভাবেই তীব্র হবে বুক;

একবার ঢেউ উঠে গেলে, ঝড় হতে আর কতটুকু দেরি থাকে বলো!



কীভাবে যে পণ্যাগার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে প্রকৃতি,

যাবতীয় হট্টমেলা থেকে ডেকে নিয়ে রেখে দেবে একান্ত ছায়ায়,

আমার চাওয়ার মধ্যে এইটুকু আর এতটাই বরাবর ছিল;

আয়না তবুও কেন যে অবাক হয়ে এখনও আমাকে দ্যাখে! 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন