বাংলা সেই ঢঙে নেই
===============
রানা জামান
===============
মাতৃভাষা মিটে আশা মন খাসা পুরা,
কথা বলা পথ চলা মুক্ত জলা সুরা।
পড়াশোনা সংখ্যা গোণা যাদুটোনা জল,
সব হাসি ঘুংরি কাশি কিংবা ফাঁসি বল।
ভাষা ভিন্ন চিন্তা ছিন্ন ফল জীর্ণ শেষে,
চারিদিকে দৃশ্য ফিকে মেরে ঝিকে ঠেঁসে।
ল্যাংড়া ঘোড়া চলে থোড়া আগাগোড়া জঙে,
নয়া বর্ণ নয়তো স্বর্ণ ত্যাক্ত কর্ণ রাঙে।
বায়ান্নতে বেড়ি অ-তে ব্যথা ক্ষতে রাগ,
হাত মুঠো পথে ছুটো নয় কুটো বাগ।
কণ্ঠ উচ্চ বহু গুচ্ছ টিয়া পুচ্ছ হালে,
পুরা দেশ সমাবেশ পক্ককেশ চালে।
ফেব্রুয়ারি বাড়াবাড়ি পথে গাড়ি রেগে,
একুশেতে ভাষা পেতে ছাত্র চেতে জেগে।
নীতি ভাঙ্গা রাস্তা রাঙ্গা ভাষা চাঙ্গা ঢের,
ভাষা মার সাধ্য কার কাটে দাড় ফের।
বাংলা সেই ঢঙ্গে নেই আজ খেই জিরো,
ভাষা অন্য হয়ে বন্য করছে ধন্য হিরো।
কার দায় কে যে গায় কোন নায় চড়ে,
মেধা সেচে বুদ্ধি বেচে খাচ্ছে নেচে সরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন