অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

কবিতায় বিধান

 

 

পণ্য
===============
বিধান চন্দ্র নস্কর
===============




শব্দটা, সমস্যা নয়

অনায়াস যাপনের নতুন উদযাপন

ভাবনার ভাবিত প্রত্যয়ে–

উদগ্রীব আকর্ষনে ভ্রাম্যমাণ

হৃদয়ের দরজায় কালো আর কৌলীন্য

বোঝাবুঝির ধার-না ধেরে।



এক প্রথাকে পার্থিব বাসনায় ফিরিয়ে আনা

হয়তো মনস্তাত্ত্বিক উদ্ভাবনের চরম উন্মাদনা।



প্রথা ভাঙার নিয়মতান্ত্রিক বাতাবরণের

অর্ধ সত্য জীবনে অনেকে পণ্য,

আর পণ্যতে ধন্য।

মুহুর্তে ছন্নছাড়া জীবনের অন্তরায়–

ভাবনার সারিতে দাঁড়িয়ে।

যদিও তা রূপ বদলাবে কিনা,

না-জানার বোধদয়ে প্রতিস্থাপিত।



অন্তরায় ধীরে স্তাবকতার উমেদারিতে

অস্থায়ী প্রত্যয়ে বাঁধা।

পণ্য তার স্নায়বিক উদগিরণে

প্রথানুগ প্রজ্ঞায় প্রত্যাশিত কার্যে প্রতিয়মান।

ধীরে লয়ে প্রত্যাশা, দীর্ঘ অস্থিরতা সহে

নিরবে কৃত্তিম বদান্যতায় স্থাবরিক চেতনার

নির্মম বিবরে স্থির সান্নিধ্যে উপনীত।

আর সেই প্রত্যাশার পণ্য ধার্য্য হয়

নির্ধারিত উৎকর্ষ প্রাচীরে।



সেই সীমা স্বরূপের প্রত্যাশিত বাসনায়

এক একটি ধার্য্য মূল্যের পণ্য প্রহসিত

হয় নির্মম অত্যাচারের নিগুঢ় ব্রহ্মের

বাগ্মিত উপস্থাপনায়।

 

 


 

২টি মন্তব্য: