অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

কবিতায় পাভেল

 



বোধোদয়
==============
পাভেল আমান
==============


সব কিছু মুখ বুজে সয়ে যাও

শত অপবাদ ,অভিমান তুলে রেখো

মননের কোলে পিঠে

একদিন ফিরে পাবে হিসেবের ফর্দ

সময়ের ধারাপাতে খুঁজে নিয়ো

জীবনের যত চাওয়া পাওয়া

জেনে রেখো এ বড়ো ধৈর্যের পরীক্ষা।

প্রতিপদে জর্জরিত, ক্ষতবিক্ষত

অযাচিত অস্থিরতার যাঁতাকলে-

আর কতকাল তোমার দগ্ধতায়

পুড়ে ছারখার হৃদয়ের মহার্ঘ সজীবতা,

তোমার অকারণ ফরিয়াদে

কম্পমান জীবনের স্বাভাবিকতা

সাময়িক হারিয়ে ফেলি

বেঁচে থাকার অনাবিল স্বপ্ন

তবুও আশার দীপনে বাঁচিয়ে রেখেছি

ভালো থাকার সহজিয়া

জানি বোধোদয়ের পশ্চাতে

ঘটবে আবারো জীবনের পুনরুত্থান।

অধীর ব্যাগ্রতায় বসে আছি

সেই হিসেবের অপেক্ষায়

হয়তো বা আত্মশুদ্ধিকরণে স্বরূপের নব উন্মোচন।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন