পণ্য
===============
আনন্দ নস্কর
===============
ইদানিং পৃথিবীর দ্বারে দ্বারে
পৌঁচেছে দারিদ্রতা পণ্য হিসাবে,
আজীবন গরিবী গরিব থাক
অনেকে ধন্য তোমার ব্যবহারে।
সম্মান পেতে হলে প্রয়োজন
পুঁজিপতি, ক্ষমতাশালী মানুষদের।
দারিদ্রতা দূর হবে রাজনীতির ক্ষমতায় এলে
বয়ে আসা দুচোখে অশ্রু নিয়ে।
যেদিন অর্থনীতিতে মুক্ত জোয়ার উঠবে
পৃথিবীতে মূল্যবোধের ভারসাম্য
ধনী-গরিবের মধ্যে পরিবর্তন হবে।
দারিদ্রতা আজ সাধারণ নিম্নবিত্তদের কাছে
নিত্য সঙ্গী হয়ে উঠেছে,
চারিদিকে অভাব-অনটনের কথা
আর মানুষদের চিৎকার শুনতে পাই।
চারিদিকে আজ সাম্রাজ্যবাদী আক্রমণ
দখল করেছে ধণতন্ত্র আর সবকিছু,
কালো টাকায় আঘাত করছে
সমাজেরই কলিজায়।
সবকিছু দেখেও করছি অদেখার ভান
চারিদিকে আজ ক্ষমতা দখলের লড়াই
কে কাকে করবে বিতাড়িত,
এই নিয়ে মাথা ঘামাই
সাধারণ মানুষদের দিচ্ছে হাড়িকাঠে বলি তাই।
===============
আনন্দ নস্কর
===============
ইদানিং পৃথিবীর দ্বারে দ্বারে
পৌঁচেছে দারিদ্রতা পণ্য হিসাবে,
আজীবন গরিবী গরিব থাক
অনেকে ধন্য তোমার ব্যবহারে।
সম্মান পেতে হলে প্রয়োজন
পুঁজিপতি, ক্ষমতাশালী মানুষদের।
দারিদ্রতা দূর হবে রাজনীতির ক্ষমতায় এলে
বয়ে আসা দুচোখে অশ্রু নিয়ে।
যেদিন অর্থনীতিতে মুক্ত জোয়ার উঠবে
পৃথিবীতে মূল্যবোধের ভারসাম্য
ধনী-গরিবের মধ্যে পরিবর্তন হবে।
দারিদ্রতা আজ সাধারণ নিম্নবিত্তদের কাছে
নিত্য সঙ্গী হয়ে উঠেছে,
চারিদিকে অভাব-অনটনের কথা
আর মানুষদের চিৎকার শুনতে পাই।
চারিদিকে আজ সাম্রাজ্যবাদী আক্রমণ
দখল করেছে ধণতন্ত্র আর সবকিছু,
কালো টাকায় আঘাত করছে
সমাজেরই কলিজায়।
সবকিছু দেখেও করছি অদেখার ভান
চারিদিকে আজ ক্ষমতা দখলের লড়াই
কে কাকে করবে বিতাড়িত,
এই নিয়ে মাথা ঘামাই
সাধারণ মানুষদের দিচ্ছে হাড়িকাঠে বলি তাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন