পণ্য
==================
তপনকান্তি মুখার্জি
==================
চাহিদা নিয়েই জীবন গড়ায়
চাহিদা মানে তো পণ্য ,
চাহিদা মেটাতে হাতফেরি হয়
টাকাকড়ি , ধনরত্ন ।
চাহিদা প্রচুর সামর্থ্য কম
পণ্যও অপ্রতুল ,
চাইলে পরেই মিটবে আশা
এটা একবারে ভুল ।
খাদ্য - শিক্ষা - স্বাস্থ্যখাতে
বাজেট কোথা সরকারি ,
ছিটেফোঁটা দিয়ে দায়টা সারে
মেটে না কিছুই দরকারি ।
তাই রমরমা ব্যক্তিপুঁজির
ফুলছে , বাড়ছে গুণিতকে ,
আমজনতা চুষছে হাপু
কল্যাণকামী রাষ্ট্র - ছকে ।
==================
তপনকান্তি মুখার্জি
==================
চাহিদা নিয়েই জীবন গড়ায়
চাহিদা মানে তো পণ্য ,
চাহিদা মেটাতে হাতফেরি হয়
টাকাকড়ি , ধনরত্ন ।
চাহিদা প্রচুর সামর্থ্য কম
পণ্যও অপ্রতুল ,
চাইলে পরেই মিটবে আশা
এটা একবারে ভুল ।
খাদ্য - শিক্ষা - স্বাস্থ্যখাতে
বাজেট কোথা সরকারি ,
ছিটেফোঁটা দিয়ে দায়টা সারে
মেটে না কিছুই দরকারি ।
তাই রমরমা ব্যক্তিপুঁজির
ফুলছে , বাড়ছে গুণিতকে ,
আমজনতা চুষছে হাপু
কল্যাণকামী রাষ্ট্র - ছকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন