বিকেলে সূর্য্যোদয়
================
পরাগ ভট্টাচার্য্য
================
খাঁচায় বদ্ধ পাখিগুলো সেদিন মুক্তি পেয়ে
ঝাঁকে ঝাঁকে উড়ে গেল খোলা আকাশে,
ওরা ভেবেছিল,আর ধরা পরবেনা কোনদিন ,
স্বপ্ন দেখেছিল, দেখিয়েছিল একে অপরকে,
বাড়তে থাকা অবিশ্বাসের মেঘ , ভাঙন ধরালো
বিভেদের সুরে বিপর্যস্ত, অসাম্যের বীজে ,
বদলে গেল পুরোনো কাঠামোর মেকী সহনশীলতা
সম্মিলিত আওয়াজ হারিয়ে গেল অজান্তেই !
মাতৃভূমির মাটিতে সজীবতার ছোঁয়া পেলেও
জানতো না , অগ্নুৎপাত, নিঃসঙ্গ গিরিখাত,
জানতো না, মুক্ত হওয়া মানেই মুক্তি নয়
সংঘবদ্ধ থাকার মূল চাবিকাঠি, স্বার্থত্যাগ
একথাটা হয়ত কেউ গোপন রেখেছিল!
স্বপ্নের ভোরে দেখেছিল নতুন সূর্য
মনের কোণায় প্রাসাদের সোপান গড়েছিল
অদৃশ্য শৃঙ্খল ভেঙে লিখেছিল ইতিহাস
স্বৈরাচারীর রাজদন্ডকে করেছিল অস্বীকার !
খোলা আকাশের মাঝেও যে শত্রু লুকিয়ে থাকে
সবুজের মাঝেও কাঁটা ঝোপের অস্তিত্ব
উন্মুক্ত প্রান্তরে ঢেকে রাখে মারন ফাঁদ
ওদের চিন্তার সীমানায় নির্দেশিত ছিল না ,
ওদের ডানায় অত শক্তিও ছিল না
যে ,উড়ে যাবে উচ্চতম পর্বত শিখরে ,
চলে যাবে দূর্ভেদ্য প্রাচীরে ঘেরা কোন জনপদে,
প্রতিরোধ করবে, যে কোন অশুভ শক্তির;
মুখোমুখি হয়েছিল সেসব দৃষ্টিকোণের
যারা হাত বাড়িয়েছিল, সাহায্যের ছদ্মবেশে,
উন্নতির মরীচিকা দেখিয়েছিল
সদ্য ফোটা, শিশুর অপরিণত চোখে,
চোরাবালির ভয়াবহতা, গোটানো আস্তিনে,
ছিল না কোন উপায় ,বিশ্বাস করা ছাড়া;
অনেক কিছুই আজ স্মৃতির অতলে
জেগে আছে কালো পাথরের মত নোনা জলে,
প্রতিদিনের সংঘর্ষে উঠে বালির ঝড়
উড়ে যায় শুকনো পাতার মত অতীতের কথা,
তবে কি মুছে যাবে সেই গান, আকাশ বিদারী কন্ঠে
"আমরা করব জয়, নিশ্চয়"!
================
পরাগ ভট্টাচার্য্য
================
খাঁচায় বদ্ধ পাখিগুলো সেদিন মুক্তি পেয়ে
ঝাঁকে ঝাঁকে উড়ে গেল খোলা আকাশে,
ওরা ভেবেছিল,আর ধরা পরবেনা কোনদিন ,
স্বপ্ন দেখেছিল, দেখিয়েছিল একে অপরকে,
বাড়তে থাকা অবিশ্বাসের মেঘ , ভাঙন ধরালো
বিভেদের সুরে বিপর্যস্ত, অসাম্যের বীজে ,
বদলে গেল পুরোনো কাঠামোর মেকী সহনশীলতা
সম্মিলিত আওয়াজ হারিয়ে গেল অজান্তেই !
মাতৃভূমির মাটিতে সজীবতার ছোঁয়া পেলেও
জানতো না , অগ্নুৎপাত, নিঃসঙ্গ গিরিখাত,
জানতো না, মুক্ত হওয়া মানেই মুক্তি নয়
সংঘবদ্ধ থাকার মূল চাবিকাঠি, স্বার্থত্যাগ
একথাটা হয়ত কেউ গোপন রেখেছিল!
স্বপ্নের ভোরে দেখেছিল নতুন সূর্য
মনের কোণায় প্রাসাদের সোপান গড়েছিল
অদৃশ্য শৃঙ্খল ভেঙে লিখেছিল ইতিহাস
স্বৈরাচারীর রাজদন্ডকে করেছিল অস্বীকার !
খোলা আকাশের মাঝেও যে শত্রু লুকিয়ে থাকে
সবুজের মাঝেও কাঁটা ঝোপের অস্তিত্ব
উন্মুক্ত প্রান্তরে ঢেকে রাখে মারন ফাঁদ
ওদের চিন্তার সীমানায় নির্দেশিত ছিল না ,
ওদের ডানায় অত শক্তিও ছিল না
যে ,উড়ে যাবে উচ্চতম পর্বত শিখরে ,
চলে যাবে দূর্ভেদ্য প্রাচীরে ঘেরা কোন জনপদে,
প্রতিরোধ করবে, যে কোন অশুভ শক্তির;
মুখোমুখি হয়েছিল সেসব দৃষ্টিকোণের
যারা হাত বাড়িয়েছিল, সাহায্যের ছদ্মবেশে,
উন্নতির মরীচিকা দেখিয়েছিল
সদ্য ফোটা, শিশুর অপরিণত চোখে,
চোরাবালির ভয়াবহতা, গোটানো আস্তিনে,
ছিল না কোন উপায় ,বিশ্বাস করা ছাড়া;
অনেক কিছুই আজ স্মৃতির অতলে
জেগে আছে কালো পাথরের মত নোনা জলে,
প্রতিদিনের সংঘর্ষে উঠে বালির ঝড়
উড়ে যায় শুকনো পাতার মত অতীতের কথা,
তবে কি মুছে যাবে সেই গান, আকাশ বিদারী কন্ঠে
"আমরা করব জয়, নিশ্চয়"!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন