অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

কবিতায় রিয়া

 

 

 

পণ্যকবিতা
===============
রিয়া ভট্টাচার্য
===============



বেহায়া জিগির তুলে রোজ উড়ে গেছে কত সংলাপ তিস্তানদীর তীরে...

হননকালের শব্দনামায় বৃথা বারুদের গন্ধ,

পিচঢালা রাজপথে রক্ত চোঁয়ায় মৃত শিল্পীর লাশ '

অভিজ্ঞতা যত হাত ধরাধরি করে ভিক্ষা চায় প্রাণ,

কবিতার ঝুলি আঁকড়ে ধরে উর্ধ্বশ্বাসে দৌড়য় বিপন্ন কবি।



শব্দচাষের হলদে খাতা ছড়িয়ে পড়ে ব্যস্ত সড়কের মোড়ে...

ক্ষুধার্ত উইপোকা শোঁকে বুভুক্ষু অক্ষরের গন্ধ,

নালিশগুলো খঞ্জর হয়ে নলি কাটে মানবতার '

কুচিকুচি করে কাটা বিভেদের মাংস ;

প্রতিদিন ক্ষিদে মেটায় বেপরোয়া রাষ্ট্রযন্ত্রের।



মিসকিন কলমের খাঁজে উলটে পড়ে থাকে রিক্ত কান্নার শব্দ...

সময়ের আবেদনে তাতে লাগে পাথুরে ধুলোর প্রলেপ,

লাভ ক্ষতির হিসেবনামায় খেই হারিয়েছে বৃথা আবেগ '

রাতের চাদরে রক্ত আখরে লেখা সতীকল্পের স্বাদ ;

দ্বিধাগুলো চিবিয়ে খেয়ে চোঁয়াঢেঁকুর তোলে আনমনে।



রঙমহলের ঝাড়বাতির বেলোয়ারী কাঁচে লেগে থাকা করাতসুর...

বিকল্পসন্ধানে প্রতিরাতে ক্ষতবিক্ষত করে জোছনাকে,

কবিতার হৃদপিণ্ডে লেগে থাকা ঝোড়ো শব্দের সুর '

কলমের ঢাকনিতে বাঁধা নূপুরের ছন্দে ;

স্তাবকতা ভুলে প্রতিরাতে বিপ্লব আঁকে রাজপথে।।













 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন