মানুষ নেবে গো মানুষ
====================
মৃণাল চক্রবর্তী
====================
মানুষ নেবে গো মানুষ
তাজা রক্ত মাংসের মানুষ
হাত পা অলা, চোখ আছে মুখ আছে নাদুসনুদুস পেট আছে
আর তেল চকচকে মাথা আছে
মুখভরা নকল হাসির মানুষ
খুব সস্তা, একবার কিনলে
বারবার কিনতে ইচ্ছে করবে
মানুষ নেবে গো মানুষ
তুমি যা শেখাবে
অবিকল তাই বলবে, তাই করবে
পা ধোয়াতে বললে ধুইয়ে দেবে
চাটতে বললে চাটবে
মানুষ নেবে গো মানুষ
টাটকা তাজা, খুব সস্তা
====================
মৃণাল চক্রবর্তী
====================
মানুষ নেবে গো মানুষ
তাজা রক্ত মাংসের মানুষ
হাত পা অলা, চোখ আছে মুখ আছে নাদুসনুদুস পেট আছে
আর তেল চকচকে মাথা আছে
মুখভরা নকল হাসির মানুষ
খুব সস্তা, একবার কিনলে
বারবার কিনতে ইচ্ছে করবে
মানুষ নেবে গো মানুষ
তুমি যা শেখাবে
অবিকল তাই বলবে, তাই করবে
পা ধোয়াতে বললে ধুইয়ে দেবে
চাটতে বললে চাটবে
মানুষ নেবে গো মানুষ
টাটকা তাজা, খুব সস্তা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন