হালফিল
=============
উত্তম চৌধুরী
=============
আলেয়াশহরে ঢুকে বাস।
লোভাতুর সময়-সমাজ
পণ্য বানিয়েছে পৃথিবীকে।
মিথ্যের বেসাতি বিস্তারিত,
নীতিহীন ভাবভাষ্য আজ
পালটাচ্ছে দীর্ঘ ইতিহাস।
মানুষ ও মন ক্রমাগত
দাঁড়িয়েছে তামাশার পাড়ে।
ফিনিক্স পাখির মতো ফের
জন্ম নেবে চোখ শপথের।
=============
উত্তম চৌধুরী
=============
আলেয়াশহরে ঢুকে বাস।
লোভাতুর সময়-সমাজ
পণ্য বানিয়েছে পৃথিবীকে।
মিথ্যের বেসাতি বিস্তারিত,
নীতিহীন ভাবভাষ্য আজ
পালটাচ্ছে দীর্ঘ ইতিহাস।
মানুষ ও মন ক্রমাগত
দাঁড়িয়েছে তামাশার পাড়ে।
ফিনিক্স পাখির মতো ফের
জন্ম নেবে চোখ শপথের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন