চৈতালি ধরিত্রীকন্যা
=======================================================================================
রাত্রির গহীনতায় নিঃশব্দে তোমার কাছে এসেছি ---
হে হুদুম দ্যাও !
উলঙ্গ এই শরীর - সভ্যতা জুড়ে
পুরাতনী ব্রত-গান
তুমি লেহণ করো।
রজঃস্বলা নারী; উর্বর এই জঠরে
বপন করো
বারিস -প্রেম -কথা।
এসো সম্মোহিত হই পরস্পরের নিজস্ব কলায়
কামনার ঝঙ্কারে।
শৃঙ্গারে-শৃঙ্গারে সুসজ্জিত সঙ্গীত
বেজেছে দেখো
আমি অঙ্গীকারবদ্ধ।
এই পেলবতা কোমলতার স্পর্শ
তোমায় দিলাম।
তুমি স্পর্শ করো ---
গোপন এই রাতে
শ্রেষ্ঠ শিল্প -সৌন্দর্য
তোমায় দিলাম।
হে হুদুম দ্যাও !
তোমার মেঘাপ্লুত বীর্যরস
আজ বাদল হয়ে ঝরো....
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শারদ শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন