অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নবনীতা

নাসির ওয়াদেন
===============================================================================
সন্ধ্যা নামলে কালো ছায়া নেমে আসে
আলো নিভে যায় চারপাশে নিস্তব্ধতা
উঁকি মারে চাঁদ, চাঁদ নও শুধু নবনীতা
কখনও কখনও তার চোখ জলে ভাসে

নারী হলেও মন থাকে না সব নারীর
যে চোখে আশ্রয় জমা পুরুষের হৃদয়
কখনও সে জ্বলন্ত আগুন,কিন্তু মোহময়
দূর্বাদল মাতৃসম, এলোমেলো ভোরের শিশির

নবনীতা কোন নারী না, নয় মায়াবী শরীর
রক্তমাংসহীন এক ঘুম ক্ষুধা নেই তার
অতন্দ্র প্রহরী সে আমার নিজস্বতার
ঘুমন্ত বিছানা জুড়ে অস্তিত্বে সে নারী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন