অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

আমি বোধি

অভিজিৎ দাসকর্মকার
=================================================================================


প্রাতঃভ্রমনরত নদীটির পাশে খোলা বীজগণিত।

জীবন আর মৃত্যুর মাঝে সমস্ত লোমকূপে জমছে সংকলন। বানান ভুল।

অথচ, প্রিন্ট মিডিয়া সম্পাদনা করছে শরীরের বর্গমূল।



স্মৃতিভুক বনভূমির দিকে ছুটছে পরিশ্রান্ত না-পাওয়া

অক্লান্ত বাঁক গুলোর আলিঙ্গনে শান্ত উদ্ভিদ জাতীয় শ্বাসবায়ু, আর

নদীটির অব্যক্ত অভিন্নতায় ফাল্গুনের প্রসাধনপ্রিয় শরীরকে যতবারই সনির্বন্ধ অনুরোধ করি

বুদ্ধ-জ্যোৎস্নাও ঠিক সেই সময়ই ম্যানগ্রোভে প্রবেশ করে। সরীসৃপ, চরাচরে নুড়ি পাথরের দৌড়দৃশ্য দেখছে____



কৃষ্ণপক্ষের মোহহীন হ্রদটির কোলে আজও পদ্মগন্ধে অশ্বক্ষুরাকৃতি শুয়ে প্রাচীনতম পুরুষ।



পাশেই অতিমানব আমি ক্রৌঞ্চ ক্রৌঞ্চী পড়ছি---



যদিও হাতে ১৪৩ কোটি বছরের বিষন্ন আমন্ত্রণ পত্র নিয়ে কপিলাবস্তু নগরের চিহ্ন বহন করি।

যদিও রাত গড়াচ্ছে ১১:৩৬ থেকে ঘুমের মধ্যে।

তবুও আমি বোধি।



শিক্ষাগত যোগ্যতা হিসেবে ব্যবহার করছি

x = অব্যক্ত অষ্টাদশী বৃষরাশি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন