অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
আচ্ছা জ ন নী
চিরঞ্জীব হালদার
==============================================================================
বাক্যের প্রথা মেনে পূর্ণ ইন্দু আসে মাসকাবারি সাদাই এর মত।
আলো করে আমাদের হসন্ত ঘর।
এরপর বিস্ময় ভেসে ওঠে
ষোড়শীর দুকুল ছাপিয়ে
কেঁপে ওঠে মগ্ন তন্দ্রিমা।
একটা হলুদ বৃত্ত।
দুটো কালো
তাদের কে ঘিরে পাহারা দিচ্ছে এক
আজনবী সাদা।
আমাদের মন আছে আমাদের থোকা থোকা হাসি আছে।কিন্তু
ধনুক আঁকা ঠোঁটে ভেতরে জমাট অভিমান আর কান্নারা জানেনা কখন ঝরে পড়বে
আত্মাহীন সমাধির উপর।
নারীচাঁদ গভীর রাতে অন্ধ গায়কের মত
আল্লারাখার ধুন ছড়িয়ে দিয়ে যায়।
তাকে তুমি শিঊলি ফুল ভাবতেই পারো।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন