অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

শিকার

 


শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়

===============================================================================
যখন কয়েকটি আর্তনাদ জানলা দিয়ে
জিরাফের মত ঢুকে পড়ে গলা জড়িয়ে ধরে ,
তখন মেয়ে সন্তানের জন্য
একটি লোহার বর্ম চায় মা,
যে বর্মে হাত দিলে
হিংসার হাত খসে যায়।

যখন চাপ চাপ রক্তের দাগ
লেপ্টে থাকে কন্যা সন্তানের গায়ে
তখন আকাশের দিকে মুখ করেও
নীল রঙের আকাশ দেখা যায় না।
একটা হরিণ শিকারের লাল রঙের ছবি ফুটে ওঠে।
সন্তান হারানোর মর্মান্তিক শব্দ ঢুকে যায়
বাতাসের পরতে পরতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন