অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

অনন্যা ও সমসাময়িক কল্প


কাকলি মান্না
======================================================================================
 

এভাবে জাগছে মানুষ
শহর জুড়ে কোলাহল..
জন্ম কাঁদছে ভীষন মাযা
জানতে চায় সে বাঁচার কৌশল
শহরের দৃঢ় আমার পদক্ষেপ
গ্রামের দুচোখে স্বপ্ন অনিমেষ
গরিবের সংসারের দায় করি বহন.
দেশের জয় করেছি বিশ্বমান
 শিক্ষার ছিনিয়ে আনি গৌরব
দেবী যাকে তোমরা বরণ কর
প্রেয়সী ভালোবাসা বহন করি
নারী ভবিষ্যতের জন্ম দি
তবুও তোমরা পুড়িয়ে মার
ঘৃনা কর অবলীলায়
পিছিয়ে রাখার ষড়যন্ত্রে
ছুঁড়ে ফেল নির্দ্বিধায়

এরই মাঝে যে মেয়েটা হল নষ্ট
জেনো তারও ছিল বাঁচার স্বপ্ন
কে ছিন্ন করল সে অধিকার

হে পুরুষ এখনও আছে সময়
দাওনা একটু সন্মান
নইলে যেন সেদিন দূরে নয়
তোমায় জন্ম দিতে নারীর হবে অসম্মান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন