কল্পদেব চক্রবর্তী
==============================================================================
হটাৎ করে তুই এলি!
তুই আসবি যদি জানতাম
তবে সেজেগুজে থাকতাম।
আমার এলো চুলে তুই মেঘ দেখিস
পালে লেপ্টে থাকা সিঁদুরে,
গোধূলির আকাশ খুঁজিস !!
নীল আকাশ নাকি আমার মন।
এমন করে বলিস না,
আমি নিজেকে হারিয়ে ফেলি তখন।
আটপৌরে আমার সাধারণ শাড়ি আগোছোলে
তুই দেখিস কাশফুল হাওয়ায় দোলে!
চোখ নাকি আমার দিঘী টলোমল
কাজল চোখে দিলে কি বলতি বল?!
সত্যিকরে বলতো একি তোর কোনো ছল?
চোখ কি কখনও হয় দিঘী টলমল!
আমার হাটার ছন্দ নাকি ঝিরিঝিরি বাতাস
তুই অমন বলেই আমাকে হাসাস।
ঘাড়ের নিচে খোলা এক ফালি পিঠ
চাঁদের আলো না কি করে ঝিকমিক!!,
তোর মাথাটা নেই ঠিক।
কপাল বেয়ে ঘাম চিবুকে অতলে মিলায়
তুই বলিস আজ বরষা সাজিয়েছে আমায়
এভাবেই কি তুই নিয়ে যাবি অতলের কিনারায়!
রাধার মরন কি এমনই ছিল আমাকে ভাবায়।
কি যে করি ভেবে না পাই
তোকে কি করে বোঝাই।
আমি এক সাধারণ মেয়ে
খুঁজিস না অন্য কিছু,
অমন গভীর চোখে চেয়ে।
যখন তখন ঝড় হয়ে আসিস না
এমন ভাবে আর ভালবাসিস না।
আমি যে হারিয়ে যাই,
কুল হারাবার ভয় পাই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন