অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নারী তুমি

পাভেল আমান
==================================================================================


নারী তুমি নিজ গুণে সম্পূর্ণ স্বতন্ত্র

সভ্যতাকে দিয়েছো সদা বাঁচার মন্ত্র।

নানা দুঃখ-কষ্টে জুড়ে গেছে অবিরত

মর্তে তোমার জীবনযাপন প্রতিনিয়ত।



সমাজ-সংসারের বৈষম্য জালে

এখনো তুমি আছো বড্ড বেহালে।

রক্ত চক্ষুর দুর্বার দগ্ধ নিশানায়

চলেছো হেঁটে বাস্তবিক আঙিনায়।



স্রষ্টার বহুধা গুণেই তুমি গুণান্বিত

কালোত্তীর্ণে হয়েছো চির মহিমান্বিত।

চলার পথে বিলালে মানবিক সেবা

সুখ দিবস যাপনে মনে রাখে কেবা?



এভাবেই বয়ে চলে সময় প্রবাহ

তবুও ঘোচেনা তোমার তিমিরাবহ।

তোমার জঠোর থেকে প্রাণের বিকাশ

সর্বদা ভরিয়ে তোলে জীবনের আকাশ।



তোমার স্নেহ রসে মানবজাতি ধন্য

এখনো শাসক করেনা তোমায় গণ্য।

নারী তুমি অনন্যা চিরকাল গুনে, রূপে

জগত সংসার গন্ধে বিভোর তোমার ধূপে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন