তপনকান্তি মুখার্জি
===============================================================================
আমি জানি , তুমি আমাকে লুকিয়ে দেখ ।
হয়তো আমি আকর্ষক তোমার কাছে -
আমার লাল ঠোঁট , সাদা দাঁত , মসৃণ কাঠামো
তোমার মনে দোলা দেয় । তোমাকে জানাতে
চাই , এই কামুক দৃষ্টিভঙ্গি আমার না - পসন্দ ,
যেমন না - পসন্দ বিয়ে সন্তানধারণ আর
ঘরসামলানো - নারীর জন্য এই স্বতঃসিদ্ধ
ত্রিধারা । আমি লাল আপেল নই , পুতুল সেজে
থাকা ভাঁড়ও নই , আমি এক আত্মবিশ্বাসী নারী ,
চাবুক মেরে পুরুষদের যে বুঝিয়ে দিতে পারে ,
জোর নারীদেরও কম নয় ।
নারীরাই তো জন্ম দেয় পুরুষদের ।
নারীদের জীবননিয়ন্তা নারীরাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন