অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

হৈমন্তী শারাব

 

সামসুন্নাহার ফারুক
================================================================================


ঘুম ভেঙ্গে জেগে দেখি জানালার ফাঁকে
মাধবীরা ডেকে ডেকে বলছে আমাকে
দিয়েছি উজাড় করে নান্দনিক সুর
হিমহিম হেমন্তের শারাব মধূর

রূপসীর রূপ দেখে চোখে লাগে ঘোর
কারুময় শিল্প যেন শিশিরের ভোর
লাজরঙা তৃষ্ণা বুকে বধূ নবনীতা
বাহুর বেষ্টনে খোজে ওমের বারতা

কুয়াশা চাদরে ভিজে নিসর্গের কোলে
কবোষ্ণ আবেগ দোলে বিমন্দ্রিত বোলে
আবিষ্ট আবেশে ভাসে হৈমন্তীর ডাকে
সোনালী রোদ্দুরে হাটে লালিম আলোকে

পার্বণীর ঘ্রাণ মাখা মাঙ্গলিক ক্ষণে
সোনাধান দোল খায় শুভ আয়োজনে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন