অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
আমি নারী
বিষ্ণুপদ ব্যানার্জী
===========================================================================
আমি নারী,
আমি সবই পারি,
দিই আমি সন্তানের জন্ম,
ওটা তো আমার ধর্ম।
করি সেবা অবিরল,
স্বামীর বাড়ির দলবল,
হতে নেই আমায় ক্লান্ত,
সংসারটা হবে দিগভ্রান্ত।
যদি আমি করি জব,
তবে তো হল সব।
ঘর - অফিস দুটোই করো,
নিয়মিত সব সারো।
এসে যদি নাও রেস্ট,
তবে তো সব শেষ।
স্বামী ফিরেন অফিস থেকে,
ওঘর থেকে আওয়াজ আসে,
বৌমা, চা টা দাও আদা কষে।
মায়ের তো পায়ের ব্যথা,
তেল মালিশে যায় সেটা।
ছেলে আমার এতো ভুলে,
বইটাও দিতে হয় তুলে।
মেয়েটাও আমার ছোট্ট খুকি,
মাকে দেখে নেয়না ঝুঁকি!
নিজের কষ্ট চাপা দিয়ে,
থাকি যে কাজ নিয়ে।
মনে রেখো, আমি নারী,
প্রতিবাদও করতে পারি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন