অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

তেজস্বিনী


 
সাহানুকা হাসান শিখা
================================================================================




আমি এক মহা শক্তি,আমি নারী,

আমার পায়ের নীচে লম্পট ধর্ষণকারী।

আমি এক মহা আত্মা,আমি নারী,

আমার পায়ের নীচে সেই অত্যাচারী

আমি এক বিজয়া লক্ষী নারী।

আমি সব কিছুর প্রতিশোধ নিতে পারি।

আকাশে বাতাসে উঠছে চিৎকার,

কারা জানি করছে বলৎকার।

আমি জানাই কেবলই ধিক্কার,ধিক্কার,

কখনই হবে না তাদের মৃত দেহের সৎকার।

ক্ষান্ত্য হয়েছে আমার জীবনের সব দুখ,

তাই আজ দেখছো আমার হাস্যমুখ।

আমি বেগম রোকেয়ার নারীস্থানের নারী,

আমার আঘাতে ধ্বংস স্বৈরাচারী।

আমার হৃদয় একটি দ্বগ্ধ জ্বালামুখ,

চায় কেবল স্বাধীনতার চরম সুখ।

আমি এক মহা শক্তি আমি নারী,

আমি কন্যা জায়া জননী,

আমি এই পৃথিবীতে প্রেম ভালোবাসার পূজারিনী।

আমাকে কখনই ভেবোনা,অবলা আর হতভাগিনী।

মুছে যাক এই ধরার সকল গ্লানী।

নারী পুরুষ সবার মুখে থাক সত্যের বাণী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন