মধুমিতা ঘোষ
===============================================================================
আঠাশ বছর বয়স কে উপেক্ষা করতে গিয়ে যারা অভুক্ত থেকেছে বছরের পর বছর,
চোখ তুলেনি গরম ভাতের থালায়
হঠাৎ চমকের আশায় পথ জুড়ে ছিটিয়েছে ঠোঙার সাদা মুড়ি।
তারা কোমরের দুলুনি দেখেনি, বুকের ভাজ চেনেনা, জানেনা তলপেটের গোপন কথা!
ইচ্ছের হাত পা দুমরে সম্মানের রশ্মিতে বেঁধে উপুড় করে শুইয়ে রাখা হয়েছিল এক দলকে
যাবতীয় খিদে মেটানোর জন্য যাদের বিছানায় ছিল ঢোড়াসাপ
ওদিকে রীপুর কামড়ে চাকা চাকা দাগ
ঐ শরীর ঢাকতে মেয়েদের পড়ানো হয়েছিল শাড়ি
তখন রীতিমতো ঘোমটার প্রচলন
দুঃসাহসী কেউ কেউ শাড়ি ব্লাউজ খুলে দাগ দেখালে,
মলম লাগালে ঝড় উঠলো, কাঁদা ছিটলো়
আগুন জ্বলল তার চাইতে বেশি
দুষ্টুরা বলে ঐ কাঁদা মুছে, আগুন পেড়িয়ে যে এপাড়ে আসতে পেরেছে
তাদের নাকি দু দন্ডের স্বর্গ বাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন