অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

চিন্ময়ীরা পোড়ে


তনুজা চক্রবর্তী
==================================================================================


যার আগমনী গাইছে সবাই

সেও তো এক নারী,

ঘরের দুর্গা আজও লাঞ্ছিতা

কেবল মনোহারি।



কাকে আবাহন কর হে পুরুষ

শক্তিময়ী নামে?

ধরায় নারীরা আজও ধর্ষিতা

নগরে গ্রামে ধামে।



কত সম্মান মৃন্ময়ী রূপে

চিন্ময়ীরা পোড়ে,

ঘরের দুর্গা আজও শঙ্কিত

দাবার চালে বোড়ে।



সেই অপরাধে পোড়েনা হৃদয়

নেই'ও কোথাও খেদ !

ললনা লালিত, নিয়মে দলিত

অক্ষত ভেদাভেদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন