অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

মেয়েটি



 

  সমরেন্দ্র বিশ্বাস 

======================================================

 #

সে ছুটছিল
তার পায়ের নিচে তার-কাঁটা
- সে জানতো না

 
#
সে ছুটছিল
তার শরীর থেকে শাড়ি খসে গেছে
- সে জানতো না

 
# 

সে ছুটছিল
আঁজলায় তার তরতাজা নিজের রক্ত
- তাও সে জানতো না

 
#
তার পেছনে বন্দুক
ডাইনে ও বাঁয়ে সঙ্গীন
সামনেই অগ্নিকুন্ড

 
#
আর সেই আগুন টপকে ছুটতে ছুটতে
মিলে যেত জীবনের খোঁজ-খবর
কেন সে জানতো না?
    



৩টি মন্তব্য:

  1. ধন্যবাদ, 'মেয়েটি' শীর্ষক কবিতাটিকে রাখার জন্যে।

    উত্তরমুছুন
  2. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শারদ শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন