অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
অনসূয়া নারী
বিবেকানন্দ মণ্ডল
===========================================================================
মায়ের সিংহদুয়ার থেকে ভূমিষ্ঠ হয়ে ,
দু-বাহুর দোলনায় চেপে দেখেছি
মায়ের মুখে মমতার কারুকার্য ।
সবটুকু ভাঁজ মনে নেই হয়তো ,
তবু এ ধরিত্রী-ধাত্রীর মুখপানে চেয়ে
সবুজে হলুদে নানা বর্ণে চিত্রিত
স্নেহের আলপনা দেখেছি হয়তো মায়ের মুখে ।
বিকেলের রাঙা মেঘ থেকে চেয়ে চেয়ে দেখেছি দেয়াল লিপন , তারপর --
সন্ধ্যার আঁধার দুহাতে সরিয়ে ,
প্রদীপের আলোটুকু বাঁচিয়ে বাঁচিয়ে
তুলশীমঞ্চে আমার আয়ুষ্কামনা
আর জীবনের আঁধার যত
আলো দিয়ে মুছে দিতে চাওয়া --
এইসব স্নেহের কোলাজ দেখেছি হয়তো
মায়ের শরীর জুড়ে ।
আঁধারের সিংহদুয়ার থেকে
আলোকের পথে নামিয়ে দিয়ে ,
চোখের প্রদীপ থেকে মাঙ্গলিক জ্যোতিটুকু মাথায় বুলিয়ে
মা কবে হারিয়ে গেছে নক্ষত্রের দেশে !
কোলে দোল দিতে দিতে
তারা দেখা রূপকথা বাকি রেখেই হারিয়ে গেছে জীবনের সিংহদুয়ার পেরিয়ে ।
তেতো সমুদ্রের নীচে
মরণ-রাক্ষসীর যাদুকাঠির ছোঁয়ায়
অতল ঘুমে তলিয়ে গেছে অকাল বিসর্জনে -- স্নেহের পুতলি প্রতিমা আমার ;
মা আমার -- অনসূয়া নারী ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন