অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

সাদা বিছানার সঙ্গ

বলদেব দাস

=======================================================

 

হাসপাতালের ধবধবে সাদা বিছানা ভুলিয়ে দেয় সময়ের শাসন,

এখন আমি উড়ে যেতে পারি—

বিস্তৃত কাঁচের জানালায় ভারি পর্দা,

আকাশ দেখার অসফল সুযোগ,তবু আমি উড়ে যেতে পারি।

পৃথিবীর প্রান্তসীমায় নির্দ্বিধায় আদিম মানুষের সঙ্গলোভে, আদিবাসী জ্যোৎস্নার প্রেমে—

উড়ে যাই,উড়ে যেতে পারি...!



হাসপাতালের শুভ্র বিছানার শাসন হার মেনেছে কখন—

তাই আমি উড়ে যেতে পারি

প্রত্যন্ত মাটিতে,জলে, শষ্য- সবুজে, গভীর জঙ্গলে

মানুষের দৈনন্দিন যাপনের খোঁজে।

মনে হয় আমি একা নয়,তারাও আমাকে খোঁজে!



এই সাদা বিছানার সখ্য বুঝি

ভালোবেসে উপহার দিয়ে গেছে অলৌকিক ডানা—

তার ই কল্যাণে আমি আজ

উড়ে যেতে পারি দূর নীলে —

জীবন মৃত্যুর সীমানা ভুলে...

এখানে ওখানে অজানার দেশে!

1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শারদ শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন