বিনয় কৃষ্ণ বোস
===========================================================================
নিমন্ত্রণ নাই থাক শারদের-
গারদের চারপাশ ঘিরে ফোটে তবু
কাশফুল ।
দেখি নির্ভুল যন্ত্রণা, কয়েদ শিশুদের,
কত শত , অভিপ্রেত শিশুসাধ
অবাধে লুটিয়ে পড়ে পথের ওপর
ওরা সব নিষ্পাপ।
লাজনত কলাবউ-ঘোমটা মাথে চুপচাপ
কালের বাতাসে দুলে যায় শুধু
প্রতিবাদ কিছু নাই তার।
কারা যেন উল্লাসিত নয় কী এক যন্ত্রণায়
ওদিকে-ঠুংরি গজল দাদরা ছেড়ে কাহারবা
বাজায়, ভাঙরা নাচে - কেউ কল্কি সাজায়।
মদিরায় লেগেছে তুফানের ঢেউ,মানের
বোল , বুকে দুরু দুরু ভয়-
শারদ কুমারী নিরুপায় কেঁপে যায়।
মহাবল ধরে আছে আগমনি দশভূজা
মর্তের রাজা অসুরেরা তবু হয়নি সোজা।
ঢাক বাজা আরো আরো বাজা ঢাক
শারদের ঢাকি,
মানুষের দেবতা, মানুষই হয় -ভুলবে না,
কেউ, এসো এই শারদে মাকে বলে রাখি
- তবু মা তুমি এসো, দিওনা ফাঁকি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন