অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
অর্কেস্ট্রা
জারা সোমা
===================================================================================
অমা নেমে এলেই চুপিসারে
শিয়রে এসে দাঁড়ায় যে পুরুষ
সে কখনো পারেনা প্রেমিক হতে
বরং কালসর্পদোষের ভাগে সঁপে দেয় ভাগ্য
তবুও ভোর কীভাবে যেন ডেকে আনে ভয়
কবিতা ছত্রে ছত্রে আঁকে মৃত্যু
কলমে ঋতুহীন শোক আজীবন
অবকাশ পেলেই অ-সুখগুলো নেমে আসে
নামহীন মৃতদেহের মতো
আবেশহীন মুখে সংখ্যায় নথিভুক্ত করি
এরকম অসময়ে বৃষ্টি যেন
অনৈসর্গিক অর্কেস্ট্রার কন্ডাক্টর
ক্রমশ মৃতদেহগুলির ঘুম ভাঙে
কাপালিক পুরুষের হাতে নাচতে নাচতে
তারা খুলে ফেলে ভূমিকা - উপসংহার
আরেকটু নেশাগ্রস্ত হতেই
হ্যালুসিনেশনে দেখি প্রিয়বন্ধুদের মুখ
আমার হাতে তারা তুলে দেয়
গতজন্মের মেয়েবেলার গল্পগুলো।।।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন