উত্তম চৌধুরী
=============================================================================
কাচের খেলনা নয় নারী।
নয় পুতুল কিংবা জল,
অনর্গল এত অবহেলা!
ফিরে এসো গার্গী বা মৈত্রেয়ী,
ফিরে এসো খনার বচন,
ফিরে এসো কবি চন্দ্রাবতী।
কৃষ্ণা হয়ে কুরুক্ষেত্রে জাগো,
তরবারি হাতে লক্ষ্মীবাই,
কিংবা হাজরা মাতঙ্গিনী
পেরিয়ে চড়াই-উতরাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন