অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নারী এক মহাশক্তি


 

সুধাংশুরঞ্জন সাহা

=======================================================

প্রতিটি মানুষের অস্তিত্বে আছে নারী ।

প্রতি পুরুষের অস্তিত্বেও সেই এক নারী ।

আমরা জানি, এই ধরিত্রীটাও এক নারী ।

নারী মানে প্রকৃতি ।

শস্য শ্যামলা উর্বরা এই নারী ।

যে মাটির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছি,

সেই মাটিকে কীভাবে অস্বীকার করি !

সব নারীই নদীসুলভ ।

নারী আমার পিপাসার জল।

আমার মা ।

আমার বোন, আমার কন্যা ।

নারী এক মহাশক্তি ।

নারী আমার আজীবন অনুপ্রেরণা ।

1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শারদ শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন