মিলি দাস
===================================================================================
হ্যালো হ্যালো হ্যালো
সবাই চুপ করে বোসো ,শোনো তোমরা
এই যে আমাকে ঘিরে জমায়েত হয়েছো
প্রায় দুশো মানুষ,
যে যার হাতে কাগজ কলম নিয়ে প্রস্তুত
কেউ বা নিজস্বী নিয়ে ব্যস্ত আমায় ঘিরে
কেন বলো কেন?
আমি তার স্ত্রী বলে ?
নাকি আমি নিজে বেদবতী সেন বলে?
তার চারিপাশে যখন লিয়েনা মারিয়া ক্রিস্টিনা সোফিয়ারা ভিড় করে সাদা পাতা নিয়ে,
কেউ কি নিজস্বী নিয়েছে এই ভেবে যে আমি তার সহধর্মিনী ?
তাহলে আমি কেন তার পরিচয়ের ভূমিকা বহন করে নিজস্ব স্বাক্ষর তোমাদের দেব
বলতে পারো …?
সে বিশ্ব জয়ী, সে রাজনীতিবিদ,সে শিক্ষক?সে অমুক সে তমুক শুধু সেজন্যই?
আর আমি?
আমি কে বল তোমরা?
আমি মিসেস ঘোষ,আমি মিস সেনগুপ্ত,আমি মিসেস দাস,আমি মিসেস চ্যাটার্জী,
আমি মিসেস গোমস,আমি মিস সুলতানা,আমি মিস জিনিয়া,আমি সি আর পারভীন,
আমি জিনিয়া তেরেসা,আমি মিসেস ভট্টাচার্জি...
আমি নারী ,আমি মা,আমি আমিত্ব।
আমি দুর্গা,আমি সরস্বতী,আমি লক্ষ্মী,
আমিই আমার ...আত্মপরিচয়......
আমিতেই আমি যথেষ্ট,
পরিচয়ে কোনো কাঁধ এর প্রয়োজন নেই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন