বিশ্বজিৎ দেব
===========================================================================
দু ফোঁটা আমিও লিখেছি তুমিও লিখেছো
দু ফোঁটা, এ নিয়েই কি সাগরের মানে
হা করা বারমুডা ট্র্যায়াঙ্গল!
জাহাজের মুনাফা ডুবেছে তবে কার টানে
বানিজ্য লহরী, দু ফোঁটা তুমিও লিখেছো
দু ফোঁটা আমিও
আমাদের আর কোনো গত্যন্তর নেই
ছাউনির প্রশিক্ষিত অভ্যাস নেই,যুদ্ধ যুদ্ধ
খেলে জানি যেরকম ছিলো আকাশ তেমনই
আন্টার্টিকা গলে যে বরফের ধারনারা
সামারের দীর্ঘ ছুটিতে কোচিং এর ক্লাসে
যায় তারাও জেনেছে দু ফোঁটা আমিও
লিখেছি দু ফোঁটা তুমিও.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন