অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নারী

 


সুনন্দ মন্ডল

=======================================================

হ্যাঁ তুমিই নারী!
তোমার বুকে লালিত এই সমাজ,
সভ্যতার নব উদ্ভূত পাণ্ডুর বংশ।

হ্যাঁ তুমিই নারী!
তোমার কোলে বেড়ে ওঠা ফসলের ঘ্রাণে
জেগে ওঠে মানববাগানের ঐশ্বর্য্য।

তুমিই নারী!
বলেই আজও বসুন্ধরা মা,
এই ভারত আমাদের মা।

তুমি নারী বলেই এখনো 
পুরুষ ধর্ষণ করে।
আর সাহস রেখে চলো বলেই
ধর্ষিতা হয়েও অনেক শস্যের মা হতে পেরেছ।

মাথা উঁচু করে, গর্বে উন্নত 
বুকের দুধে লালিত করেছ ধর্ষক পুরুষদেরও।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন