অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

দশভুজা


 

সায়ন্তন ঘোষ

=========================================================



কৃষ্ণ বর্নে রঙা তুমি কন্যাবাড়ির কন্যা,

রূপে তোমার কি যায় আসে? ছড়াও মেধার বন্যা।

দশ ভুজেতে সৃষ্টি ধ্বংস, শাসন করো ত্রিলোক,

রূপের তোমার হোক নিন্দা, গুনে ছড়াও আলোক।



এক ভুজেতে কলম ধরো, দ্বিতীয় তে সংসারের খেলা;

তৃতীয় ভুজে শত্রু দমনে বিশ্বকে দাও বিজয় মালা।

কন্যা তোমার রূপের দোহাই করাই যাদের জীবন-

আশা রেখো তোমার গুনেই হবে তাদের মিলন।



চতুর্থ হাতে কমল নিয়ে কোমল করো মন;

পঞ্চম আর ষষ্ঠ হাতে সন্তান করো ধারণ।

বিশ্ববাসী কে করো পালন, ধরিত্রী তোমার ই সৃষ্টি;

সন্তান তোমার কষ্ট পেলে ঝরাও নয়ন বৃষ্টি।



কন্যা তুমি সপ্তমেতে ক্রীড়ায় ফেলো আলোড়ন,

অষ্টম হস্তে জীবের সেবা করে যাও দিয়ে প্রাণ ও মন।

নবম বাহু তে কন্যা তুমি বহন করো বাহন;

দশমেতে দশ দিকে তুমি ছড়াও পুণ্যের কাহন।



কন্যা তোমার সকল গুনের একদিন হবে পূজা,

অবজ্ঞা অপমান সহ্য করেও তুমিই দশভুজা।

রূপে তোমার কি যায় আসে? ছড়িয়ে মেধার বন্যা-

দশটি ভুজে বিশ্ব চালাও, তুমিই রাজকন্যা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন