অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

খাদ্য হবার পর

অনিন্দ্য পাল
==============================================================================
ভিতু আর বোকা লোকগুলো ভর সন্ধ্যায় তাকে খুঁড়েছে।

একরাশ আবর্জনা ঢেলে দিয়ে গেছে তড়িঘড়ি।

তারপর অন্য দিনের মত সেদিনও রাত এল।

মেয়েটি আজও একা।

তবে আজ আর তার কোন ভয় করছে না,

সে বাড়ির সব আলো নিভিয়ে দিয়েছে

দরজায় অন্য দিনের মত তালা দেয় নি,

পর্দা টানেনি জানালায়

এমনকি শরীরেও লেগে নেই এক টুকরো সুতো

জমাট রক্তে ঢেকেছে সব ...

একটা সুগন্ধি ধূপ জ্বেলে দিয়েছে শুধু

রক্তের আঁশটে গন্ধ সহ্য হয় না তার,



তারপর সে শুয়ে পড়লো, এমনকি ঘুমিয়েও...

এবং পরম নিশ্চিন্তে।

রাতের গহ্বরে শ্বাপদেরাও ভরপেট খিদে মিটিয়ে আজ শান্ত।

মেয়েটা জানে, ওরা অনেকদিন আর কিছু খাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন