অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

উমা

ডা: করণ দেবদ্যুতি
============================================================================


আবছা জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে

কতগুলো দিশেহারা শব্দ!

বার্তা আসে জাইলেম - ফ্লোয়েমে

পুষ্টিরস আর যত গূঢ় বিদ্যা।

অপরিনত ফল বৃন্তে ধরে আছে

উদ্ভিদ কিংবা মানবীর



সংসারের সাতকাহনে ইচ্ছেগুলো বন্দী

খাঁচায় আবদ্ধ এক একজন উমা।

উমা পুজো মণ্ডপে সুন্দর, সংসারে অনাদৃত

যোনি বিদীর্ণ করে তাই ফুল ছিঁড়ে আনা।

হাসপাতালের আস্তাকুঁড়ে পড়ে থাকে

এক একজন অনাদৃত অনাগত উমা..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন