নির্মাল্য ঘোষ
=================================================================================
আমার আকাঙ্ক্ষায় তুমি আজ নারী...
আমার সুরকে ছন্দ দিয়েছে তোমার নারীত্ব...
রহস্যের দৃশ্য হয় না
তাই তুমি অদৃশ্য
তাই তুমি রহস্যময়ী
শূন্যাঙ্কের শরীরেও তুমি প্রাণ ঢালো
অনায়াসে...
মা ভগিনী পত্নীতে তুমি পেখম মেলো
অবলীলাক্রম...
তোমার উষ্ণতায়
আমার বরফ কখন
গলনাঙ্কে পৌঁছায়
আমি জানি না
তোমার কোলের উষ্ণতার জন্য আমার
হৃদপিণ্ড জন্ম নেবে বারে বারে
শুধুমাত্র তোমার জন্য
পাঁপড়িতে বর্ষা ধরে রাখে
বসন্তের গোলাপ
এখনো
তুমি ভালো থেকো....
খুব ভালো রেখো....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন