অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

বিবর্ণ আলো ......

বিকাশরঞ্জন হালদার
===========================================================================


পিঙ্কির অসহায় মুখের মতো। বিবর্ণ আলো এখনও লেগে আছে। ভারতবর্ষের আকাশে। যেন খবরের নিহিত উল্লেখ !



পাহাড়ের গা বেয়ে। ঝলকে ঝলকে লজ্জা উদ্গিরন। উদ্দীপিত সবুজে সবুজে এখন বিগত হওয়া সোনালি সময়- শোক ! তাড়া করে উদ্ভ্রান্ত অসংখ্য অসংযত হাত ......



নির্ঘাত। সভ্যতা বিকার। অন্ধকার !



লোলুপের অবাধ উৎসবে অনেকেই বোবা হয়। মুখ বন্ধ রেখে। রক্ত মুখে ছটফট করে হতবর্ন আলো। সোনার বাংলায় !



আকাশ ভেঙে মধ্যরাত্রি খসে পড়ে মাটিতে !



বিবস সময় আর লজ্জা আর রাত্রি বয়ে যায় ......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন