অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

মোটর বাইকে নারী


 

সাকিব জামাল

=======================================================


মোটর বাইকে চালক নারী দেখে-
পুরুষমন আড়চোখে তাকায়,
মেনে নিতে বোধহয় কষ্টহয়
এগিয়ে চলার এ প্রচেস্টা- সমতায়!

সহজপাঠঃ গতি হতে হবে সমান- যৌথ অগ্রযাত্রার পথে।
ভ্রান্তপাঠঃ পুরুষমনের বেঁকে বসা বারবার- যৌথ জয়যাত্রার রথে।

'মোটর বাইকে চালক নারী'
একটি উদাহরণমাত্র।
আমিও পুরুষ! তবুও তোমায় বলছি,
এসো হয়ে যাই, মনযোগী ছাত্র-
দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাঠে। চিন্তার 'অসাম্যতা' রোধে।
এগিয়ে চলুক পুরুষ, এগিয়ে চলুক নারী 'সমতাবোধে'।

1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শারদ শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন