বদরুদ্দোজা শেখু
=======================================================যতোই দেখি তাকে আমি ততোই আরো বিস্মিত হই
ভূমিকা কি উপসংহার , সব সময় সে নতুন বই,
পরী কি আর সাধে বলি ? জলপরী কি উড়ুক্কু
যায় না বলা , ছলাকলায় পাই না তেমনটা দুঃখু ,
আসলে তার জ্ঞানগম্যি অল্প দিনেই অমনি ফুটে
সব বিষয়ে কেমন হঠাৎ পারদর্শী হ'য়েই উঠে
যখন আমি দ্বিধায় কাতর, তখনো দেখি সাবধানী সে
ঝড়ের মুখেও দাঁড়ায় এঁটে,অন্ধকারে দেখায় দিশে ,
প্রণয় যখন অন্ধ বধির , তখনো সে পরখ করে
ভালবাসার সত্যমিথ্যা ---যাচ্ছে ভেসে সে কোন্ ঘরে ,
প্রেমের পুতুল ভূতুল কিনা যাচাই করে যে সুন্দরী
হাতে কলমে,যায় না দ'মে বিরোধিতায় তুচ্ছ করি'
সেই জ্ঞান সেই প্রজ্ঞা বুঝি পুরুষকুলে আজো অজ্ঞাত
নারীই সেরা কলাকুশলী স্বভাবসিদ্ধ প্রকৃতিজাত ,
মাতৃরূপেণ দেবীরূপেণ শক্তিরূপেণ কিংবদন্তী
নারীর মনের গহন অতল, মানুষ কেন, দেবা না জানন্তি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন