অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

অনুমতি সাপেক্ষ


মৌমিতা পাল
=====================================================================================


সিঙারা ভেঙে আরিফ শুয়ে বিছানায়।

মন আর মতলব এক হয়না বলে

পেটের তলদেশ থেকেই শেষ হয়ে যায়

স্বপ্নের ক্ষুন্নিবৃত্তি‌।

মৌনমিতা মেয়ে ওর,

দুধ দেয় অসংখ্য বলিরেখার মাঝে

ঘুমিয়ে থাকা শিশুদের।

(জলের মাঝে মরবে পাখি- গাছ-গুণগুণ)

গর্ভবতী মেয়ে তুই উদরে হাত বুলিয়ে

ডিমে তা দে মুরগির।

সহজেই বিভক্ত হতে চাওয়া জীবনে-

পেরেক ফুটছে ক্রমাগত।

1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শারদ শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন