অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

দশভুজা --

 


সোমা মন্ডল
=====================================================================================


"ওমা ওমন চাঁদের মত সুন্দরী তুমি দিদিভাই, যেন মা দুগ্গা । তুমি কিনা মিলিটারি তে যোগ দেবে। ওমনি করো না দিদিভাই।" তিন্নির আদরের ঠাকুমা তিন্নি কে বলে একথা।



তিন্নি তখন ঠাকুমা কে গলা জড়িয়ে বলে-" ঘর সামলানো যার দায়িত্ব ঘর রক্ষা করা কি তার দায়িত্ব নয় ঠাম্মি। দেখো না মা দুর্গা কেমন তাঁর দশহাত দিয়ে ঘরসামলে অসুর নিধন করে। তুমি যে বললে আমি নাকি মা দুর্গার মত আমাকেও তো ঘর রক্ষা করতে হবে তাই নাকি, ঠাম্মি।"



অনেক ভেবে অনিলা দেবী বুঝলেন মা দুর্গার আসল রূপ। সকালে টিভিতে তখন মহালয়ায় অসুর বধ পালা চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন