অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

তুইকি আজকের ভারত বর্ষ ?

চিত্তরঞ্জন গিরি 

=================================================================================




প্রিয়াঙ্কা রেড্ডি শুধু একটা নাম নয়

সবুজ ঘাসের উপর শিশিরের উচ্ছলতা

তা একদিন গ্রহণে নেমে আসে ভাগাড়ের আশ্রয়।



আকাশ বাঁধে স্বপ্নের ঘর, দুচোখে জাগায় মেঘ বালুচর

শ্বেত পারাবত শান্তির নীড় নিত্যনতুন তার খেলাঘর।

পথ কেড়ে নেয় পাপড়ির রং শকুনেরা মারে বিষাক্ত ছোবল।

অট্টহাস্যে পোড়ায় খাবার মাংস চোসা রিপুরই দলবল।



সুজলা সুফলা অমৃতধারা ,বজ্রকিটের হিংস্র ক্ষুধা ,


উন্মত্ত মাতাল ,বিষাক্ত বিষেই তারা, দিকভ্রান্ত হারা ।

তারায় তারায় চোখের জল, কাঁদে অন্তর্যামী

পিশাচি থাবাকে প্রশ্ন পরে ,অসহায় যত চোখ।

এই কি আমার জন্মভূমি?



মিঠেল রোদে ,যখন খেলা করে ,জলাশয়।

পাহাড় মালভূমি দর্শনীয় যত অমৃতসুধা পাশবিক দন্তে তা ছিন্ন বিচ্ছিন্ন অশ্রু ময় হয় ।

দু তিন ঘন্টার লড়াই। ক্ষয়ে ক্ষয়ে পুড়ে ছারখার ।

ওই কাশ্মীর থেকে কন্যাকুমারীকা। এত দিনের সাজানো উপহার।

ঢেউতে উতল চলমান দুপুর ।প্রেমের উষ্ণতায় দুকূল জুড়ে ছিল ভরপুর ।

হৃদয়ের আরেক নাম নদী। নদীর আরেক নাম মেঘ। মেঘের আরেক নাম ফুল ।

ভাগাড় টেনে নেয় পাঁপড়ি ও তার কুসুম ‌‌ ।

আর তার ই যত গতিবেগ ।

বন্য হৃদয় গোগ্রাসে গ্রাস ব্যবচ্ছিন্ন আবেগ আকুতি।

ঝঞ্ঝাটি মন, ক্ষত ষড়রিপু ।চোখের কোনে জল, যত বেইজ্জতি।

আধপোড়া চিতায় টুকরো টুকরো দেহ কনা ,

হাওয়ায় হাওয়ায় বলে বেড়ায় তুই আমাকে শেষ করলি না।

শেষ করে দিয়ে গেলি আগামী প্রজন্মের আত্মা ও তার আত্মীয়তাকে।

শিক্ষা চেতনা শিরা-উপশিরা কৌতুকি উত্ত্যক্ত মন,

 খুঁজে না আর স্বর বর্ণের অভিকর্ষ।

প্রিয়াঙ্কার রেড্ডিএখন সে নব‍্য উদীয়মান -আজকেরই ভারত বর্ষ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন